লিটন-ডাবলুসহ আসামী ১২শ’ রাজশাহীতে আলী রায়হান হত্যায় মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি: | প্রকাশিত: ২০ আগস্ট ২০২৪ ১১:০৮; আপডেট: ২৩ আগস্ট ২০২৪ ২১:২৭

ছবি: সংগৃহীত

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ ইসলামী ছাত্রশিবিরের নেতা আলী রায়হানের (২৮) মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও সদ্য সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ১ হাজার ২৫০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এজাহারে ৫০ জনের নাম উল্লেখ আছে।

সোমবার রাত সোয়া ১১টার দিকে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত রায়হান আলীর ভাই রানা ইসলাম (২১) (মামলা নং ১৫, তারিখ ১৯/০৮/২৪)। বোয়ালিয়া থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান, মামলায় সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাত আসামী করা হয়েছে এক হাজার ২০০ জনকে। মামলায় সিটি মেয়র ছাড়াও আটজন কাউন্সিলরকেও আসামী করা হয়েছে। উল্লেখ্য, নিহত আলী রায়হান রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি পুঠিয়া উপজেলার মঙ্গলপাড়া গ্রামের মুসলেম আলীর ছেলে। রায়হান রাজশাহী কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাস করেছিলেন। গত ৫ আগস্ট সোয়া ১টার দিকে নগরীর সাগরপাড়া কল্পনা হল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে সময় গুলিবিদ্ধ হন রায়হান। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট সন্ধ্যায় মারা যান।

মামলা দায়েরের সময় বাদি রানা ইসলাম ছাড়াও রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমসহ নেতাকর্মীরা থানায় উপস্থিত ছিলেন। মামলার এজাহারে বলা হয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে সাহেববাজারের দিকে অগ্রসর হলে মেয়র খায়রুজ্জামান লিটন ও ডাবলু সরকারের নেতৃত্বে রুবেল, রাজীব, রনিসহ অনেক আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছাত্র-জনতার উপর গুলি করে। তাদের আক্রমণে মারুফ মর্তুজা, ইব্রাহীম আলী, মারুফ আল হাসান, মেহেদী হাসানসহ অনেক ছাত্র গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে রায়হান আলী আহতদের চিকিৎসা জন্য উদ্ধার করতে এগিয়ে যায়। তখন আসামি জহিরুল হক রুবেল তার হাতে থাকা রিভলভার দিয়ে রায়হান আলীর মাথায় গুলি করে। আসামীদের নারকীয় তাÐবে স্থানীয় লোকজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উদ্ধারের জন্য এগিয়ে আসতে পারেননি। পরে রাজশাহী মেডিকেল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় থেকে গত ৮ আগস্ট রায়হান আলী মারা যান।

সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও ডাবলু সরকার ছাড়াও মামলায় উল্লেখযোগ্য আসামীদের মধ্যে রয়েছেন, মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইস্তিয়াক আহমেদ লিমন, সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ও শাহমখদুম থানা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুমন, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দীন চৌধুরী, ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আজিম, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান হোসেন, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন সাহু।

এছাড়াও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফিক, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, যুবলীগ নেতা জহিরুল হক রুবেল, মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগরীর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজীব, ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি বাপ্পী চৌধুরী রনি, ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন বিপ্লব, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, বোয়ালিয়া থানা আ’লীগের সভাপতি আতিকুর রহমান কালুকে মামলায় আসামী করা হয়েছে। অন্যান্য আসামীদের মধ্যে রয়েছেন, ফরহাদ হোসেন বিপ্লব (৩০), পিতা রাহেল হোসেন, পূর্ব বুধপাড়া, মেহেরচন্ডি, সভাপতি, মতিহার থানা, ছাত্রলীগ, রোজেল (২৮), পিতা সামরুল, পাচানি মাঠ, বোয়ালিয়া, রাজশাহী, ২৩নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আলাল (৫৫), পিতা মেরাজ মন্ডল, বুধপাড়া, মতিহার, রাজশাহী, খন্দকার আরিফুল ইসলাম টাইগার (৪৫), পিতা খন্দকার শামসুল আলম বাবু, লক্ষীপুর টিবি হাসপাতালের কোয়ার্টার, রাজপাড়া, রাজশাহী, যুবলীগ নেতা ৬নং ওয়ার্ড, রাবোল (৩৫), পিতা মেরাজ মন্ডল, বুধপাড়া, মতিহার, রাজশাহী, মহিদুল ইসলাম মোস্তফা (৪০), পিতা আব্দুল খালেক, শিল্পীপাড়া, শাহমখদুম, রাজশাহী, হাসান (৪১), পিতা অজ্ঞাত, ভদ্রা, চন্দ্রিমা, রাজশাহী, ডিবির সাবেক বহিষ্কৃত কর্মকর্তা কালু (৫০), পিতা মজু, ডিংগাডোবা, ঘোসমাহাল, রাজপাড়া, রাজশাহী শরিফুল ইসলাম (৪২), পিতা অজ্ঞাত, দোশর মন্ডলের মোড় শিরোইল বোয়ালিয়া ও রাজশাহী সিটি কর্পোরেশন কর্মচারী, রিমেল হাসান রিগেন (২৭), পিতা মির মাখন, দেবি সিং পাড়া, আমবাগান, রাজশাহী, সহসভাপতি, ছাত্রলীগ, রাজশাহী মহানগর, বোরহান উদ্দীন পাভেল (৩০), পিতাঃ কামরুজ্জামান, চন্ডীপুর, রাজপাড়া, রাজশাহী, যুবলীগ নেতা ৭নং ওয়ার্ড, আশরাফুল ইসলাম জাফর (২৮), পিতা কামরুল, ৯নং ওয়ার্ড, দরগাপাড়া, বোয়ালিয়া, রাজশাহী, সেক্রেটারি, ছাত্রলীগ, রাজশাহী কলেজ, মো. সজিব (৩০), পিতা মুজাদার আলী, খিরশিন টিকর, শাহমখদুম, রাজশাহী, ববি (৩৫), পিতা আব্দুল বাতেন, লক্ষীপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পিছনে, রাজপাড়া, সোহেল (৩৫), পিতা: মৃত সোলায়মান, লক্ষিপুর, প্যারামেডিকেল, রাজপাড়া, রাজশাহী, ছাত্রলীগ সহ-সভাপতি, রাজশাহী মহানগর, মো. আবির (৩০), পিতা: শহিদুল ইসলাম স্বপন, ১০নং ওয়ার্ড হেতম খান ছোট মসজিদ, বোয়ালিয়া, ছাত্রলীগ মহানগর অর্থ সম্পাদক, এ কে এম সাফফাত হোসেন (রিয়াদ) (৩০), পিতা অজ্ঞাত, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রলীগ সভাপতি, রানা (৩০), পিতা অজ্ঞাত, হাডুপুর, বাগানপাড়া, রাজশাহী আনোয়ার হোসেন রাজা (৫০), পিতা অজ্ঞাত, শিরোইল, বোয়ালিয়া, রাজশাহী, রুবেল (৩৫), পিতা অজ্ঞাত, নিচু ভদ্রা, চন্দ্রিমা, রাজশাহী, আরিফুজ্জামান আরিফ (৫০), পিতা অজ্ঞাত, টিকাপাড়া, বোয়ালিয়া, রাজশাহী, শ্রমিকলীগ নেতা, রায়হানুর রহমান রয়েল (৩৫), পিতা রমজান আলী, শিরোইল, বোয়ালিয়া, রাজশাহী, সেলিম চাকু (৩০), পিতা অজ্ঞাত, আসাম কলোনী, চন্দ্রিমা, রাজশাহী, সায়েম আলী সনি (৩৮), পিতা শাহাদত হোসেন শাহু, ঠিকানা, আমচত্ত¡র, নওদাপাড়া, রাজশাহী, আলাল পারভেজ লুলু (৪৫), পিতা জমসেদ আলী, খুলিপাড়া, বোয়ালিয়া, রাজশাহী, বোয়ালিয়া থানার আওয়ামী লীগ সহ-সভাপতি, সুকান্ত (২৮), পিতা মহাদেব, বুলনপুর গোয়ালপাড়া, রাজপাড়া, রাজপাড়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top