বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ রাজশাহী মুক্তিযোদ্ধা সংসদের
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২০ ০০:২২; আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ০০:২৪
-2020-12-10-18-21-34.jpg)
রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ জানিয়েছে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এক মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এই প্রতিবাদ জানায় তারা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. আব্দুল মান্নান।
কর্মসূচীতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মুক্তিযোদ্ধাকালীন কমান্ডার সফিকুল ইসলাম রাজা, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুল রহমান খানসহ জেলা ও মহানগরের বীর মুক্তিযোদ্ধারা সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: