গাজায় বর্বর হামলার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ মার্চ ২০২৫ ১৭:০৪; আপডেট: ২১ মার্চ ২০২৫ ০৬:৩২

গাজায় বর্বর হামলার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। বৃহস্পতিবার সকাল ১০টায় নগরের আলুপট্টি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে জামায়াতে ইসলামীর নগর শাখা।
জিরোপয়েন্টে, সাহেববাজার, সোনাদিঘী, জাদুঘর মোড়, হেতেমখাঁ, বাটার মোড় গণকপাড়া হয়ে মিছিলটি জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানানো হয়।
এছাড়া এই নৃশংসতার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন- ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহাদাৎ হোসাইন ও কর্মপরিষদ সদস্য হাফেজ নুরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top