পাখি তাড়াতে রামেক হাসপাতালে গাছ কর্তন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০ ২২:৪৩; আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ০১:৩৭

পাখি তাড়াতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) চত্তরে গাছ কর্তন শুরু করেছে কর্তৃপক্ষ। চত্তরের এসব গাছ দীর্ঘদিন ধরে মুকখোলসহ অন্যান্য প্রজাতি পাখির অভায়ারণ্য ছিলো।
সোমবার সকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চত্তরের জরুরী বিভাগের সামনে পাখির বাসাসহ বিশালাকৃতির একটি কড়ই গাছ কাটা শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের এ সিদ্ধান্ত দেখে কিংকর্তব্য বিমুড় হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। তবে শামুকখোল পাখির ‘মল’ সমস্যা থেকে বাঁচতে হাসপাতাল কর্তৃপক্ষ শৌচাগারের সামনের আরেকটি গাছের ডাল কাটা হবে। তবে গাছ নয় ডাল কাটার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।
এদিকে, গাছ কাটার খবর পেয়ে চ্যানেল ২৪ ক্যামেরা পার্সন ও রিপোর্টার ছবি নিতে গেলে কর্তব্যরত আনসার সদস্যরা বাদ দিয়ে তাদের সাথে র্দুব্যবহার করেন। এমন কি সাংবাদিকদের ধরে নিয়ে পরিচালকের কাছে নিয়ে যাবার হুমকি দেয়। পরে পরিচালকের নির্দেশ পেয়ে আনসার সদস্যরা সরে যায় এবং গাছ কাটা বন্ধ করে দেয় তারা। বিষয়টি নিয়ে কথা বলতে চাইলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হয়নি।
আপনার মূল্যবান মতামত দিন: