রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর আহ্বান
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৫ ১৯:০৩; আপডেট: ৭ এপ্রিল ২০২৫ ১৯:০৫

ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মহানগরী জামায়াতের আমীর মাওলানা ড. কেরামত আলী ড. মোঃ ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে, রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘের নিকট ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ সোমবার অনুষ্ঠিত এই সমাবেশে ভারপ্রাপ্ত সেক্রেটারী মাহবুবুল আহসান বুলবুল বলেন, বর্বর ইজরাইলি শক্তি শিশুদের ছাড় দিচ্ছেনা। বিশ্বের ২’শ কোটি মুসলমান জেগে উঠলে তোমাদের মতো শক্তির নিঃশ্বাস শেষ হয়ে যাবে। মির্কিন সম্রাজ্যবাদও নিমিষেই ধ্বংস হয়ে যাবে। তিনি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, একজন শান্তিতে নোবেল বিজয় কে ইজরায়েলের বিরুদ্ধে কথা বলতে হবে। বিশ্বের মুসলিমদের সাথে ঐক্যবদ্ধ করতে হবে। এমনকি প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করতে হবে।
রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাত হোসাইনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, জামায়াতের সিনিয়র নায়েবে আমীর এ্যাভোকেট আবু মোহাম্মদ সেলিম, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান প্রিন্স, শিবিরের মহানগরীর সেক্রেটারি ইমরান নাজির, রাবি সভাপতি রুহান কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিশ্ব মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধভাবে ইসরাইলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ফিলিস্তিনের প্রশ্নে কোনদিনও দ্বিধা বিভক্তি থাকতে পারে না। ইহুদিরা জবর দখল করে সন্ত্রাস করছে তাদের তাড়িয়ে দেয়ার বিষয়ে আমাদের সম্মিলিত প্রয়াস অব্যহত রাখতে হবে। একই সাথে যারা নিজ নিজ দেশে যারা ইসলামের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: