পানিবন্দীদের মাঝে জামায়াতের খাদ্য সামগ্রী বিতরণ

রাজশাহীতে বিপদসীমা ছুঁইছুই পদ্মার পানি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫ ১৮:১৯; আপডেট: ১৪ আগস্ট ২০২৫ ১৯:৫৪

পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জামায়াত  মনোনিত রাজশাহী সদর-২ আসনের প্রার্থী ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর।

রাজশাহীতে বিপদসীমা ছুঁইছুই পদ্মার পানি। নদীর পানি প্রাহিত হচ্ছে বিপৎসীমার মাত্র ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে। ইতোমধ্যে পদ্মার তীরবর্তী সহস্রাধীক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়া গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ, পবার চর মাজারদিয়া এবং নগীরর নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। তবে আজ বৃহস্পতিবার থেকে রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা স্থিতিশীল রয়েছে।

রাজশাহী শহরের জন্য পদ্মার পানির বিপৎসীমা ১৮ দশমিক শূণ্য ৪ মিটার। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত পানির উচ্চতার পরিমাপ ছিল ১৭ দশমিক ৫০ মিটার পরিমাপ একই ছিল। নদীর পানি প্রাহিত হচ্ছে বিপৎসীমার মাত্র ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বলেন, ‘পদ্মা নদীর পানি এখন স্থিতিশীল রয়েছে। পানি এখনও বিপৎসীমার নিচে আছে। তবে বিপৎসীমার এক মিটার নিচে থেকেই আমরা সতর্কতা অবলম্বন করি। আমরা সতর্ক আছি।’ এদিকে রাজশাহীতে পদ্মানদীর পানি বেড়ে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার।

পদ্মার পাড় ঘেষে গড়ে উঠা বস্তিবাসীরা রয়েছেন চরম বিপাকে। বাঘা উপজেলার চকরাজাপুরে অনেক ঘরবাড়ি পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ, পবার চর মাজারদিয়া এবং নগরের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। নগরীর বাদুড়তলা বস্তির বাসিন্দারা জানান, নদীতে পানি বাড়লেই ঘরবাড়ি ডুবে যায়। এটা আমাদের প্রতিবছরের দুর্ভোগ।’এদিকে রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে পদ্মার আকষ্কিক বন্যায় তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি। এতে প্রায় ৬০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা ও নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে বহু বাড়িঘর।

ফসল হারিয়ে দিশেহারা কৃষকেরা এখন কাঁচা ধান গরুর খাবার হিসেবে কেটে নিচ্ছেন। রাজশাহী নগরীর পদ্মাপাড়ের বাসিন্দা সায়েরা জানান, গত কয়েকদিন ধরেই বাড়িতে হাটু পানি এর মধ্যেই আছি। কিছু তো করার নাই। তাকায়ে আছি যে কবে পানি নামবে। সবাই অসুস্থ্য হয়ে পড়তেছে, চুলকানি রোগে আক্রান্ত সবাই। একই সাথে পানিবন্দী থাকায় দিনমজুররা হয়ে পড়েছেন কর্মহীন, দেখা দিয়েছে খাদ্য সংকট। তাকিয়ে আছেন ত্রানের দিকে।

সরকারিভাবে কিছু কিছু জায়গায় ত্রাণের চাল দেয়া হলেও তা পর্যাপ্ত নয়। অন্যদিকে বৃহষ্পতিবার বিকেলে চাল ও শুকনো খাদ্য সামগ্রী নিয়ে পানীবন্দী পরিবারের মাঝে বিতরণ করছেন জামায়াতে ইসলামী মনোনিত রাজশাহী সদর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও রাজশাহী মহানগরীর নায়েবে আমীর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সাংগঠনিক সেক্রেটারী জসিম উদ্দীন সরকারসহ প্রমুখ নেতৃবৃন্দ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top