রাজশাহীতে কলেজ শিক্ষক পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫ ১৭:৫৪; আপডেট: ১৮ আগস্ট ২০২৫ ২০:৩০

রাজশাহীতে বৈষম্য দূরীকরণের দাবিতে বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের মানববন্ধন ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় নগরীর সাহেব বাজারে মানববন্ধন ও ১২ টায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগরী শাখা কলেজ শিক্ষক পরিষদ আয়োজিত মানববন্ধনে, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, দ্রুততম সময়ের দাবি জানান বক্তারা। এদিকে মানববন্ধন শেষে মসজিদ মিশন একাডেমি (স্কুল এন্ড কলেজ) অডিটেরিয়ামে সম্মেলন করেছেন শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ।
সম্মেলনে উপস্থাপনা করেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জ্যৈষ্ঠ প্রভাষক, (পদার্থবিজ্ঞান), মসজিদ মিশন একাডেমি (স্কুল এন্ড কলেজ), রাজশাহী; সেক্রেটারী, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ, রাজশাহী মহানগরী। সভাপতিত্ব করেন, মোঃ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক (বাংলা), আইডিয়াল কলেজ, রাজশাহী ; সভাপতি, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ, রাজশাহী মহানগরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারি জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাওলানা কেরামত আলী প্রধান উপদেষ্টা বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ, রাজশাহী মহানগরী, অধ্যাপক আ জ ম কামাল উদ্দিন, জেনারেল সেক্রেটারি (ভারপ্রাপ্ত), বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ।
অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন, সহকারি জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ। মোঃ শাহাদাৎ হোসাইন, অধ্যক্ষ, মসজিদ মিশন একাডেমী (স্কুল এন্ড কলেজ), রাজশাহী। মোঃ আব্দুল হামিদ, অধ্যক্ষ, আইডিয়াল কলেজ, রাজশাহী। তত্ত্বাবধায়ক, রাজশাহী জোন, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ। প্রফেসর ডঃ মুহাম্মদ কামরুল আহসান, প্রাণিবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সভাপতি, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজশাহী মহানগরী। অধ্যক্ষ মোঃ মাহবুবুল আহসান, ডাঃ মুহাম্মদ জাহাঙ্গীর, প্রফেসর, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ
আপনার মূল্যবান মতামত দিন: