মহান বিজয় দিবসে রাজশাহীতে যুব সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫ ১২:০৭; আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৩১
৫৫তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় নগরীর গনকপাড়া মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমির এডভোকেট আবু মোহাম্মদ সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সদর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. জাহাঙ্গীর। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকারসহ বিভিন্ন থানা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার মূল চেতনা বাস্তবায়নে আদর্শবান ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দেশের সার্বভৌমত্ব, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সমাবেশ শেষে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালির আয়োজন করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: