রাজশাহীতে গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ মে ২০২১ ০০:১৪; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ০৩:২১

রাজশাহীতে গণপরিবহন ও দূরপাল্লার বাস চালানোর দাবীতে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
পরে এক পথসভায় রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন বলেন, কঠোর লকডাউনে বন্ধ আছে গণপরিবহন। একই সাথে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ রয়েছে। এতে পরিবহন খাতে জড়িত রাজশাহীর প্রায় ২০ হাজার শ্রমিক ও তাদের পরিবার এখন দিশেহারা। তাদের জীবন-জীবিকা থেমে গেছে। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। আয়শূন্য এসব মানুষের দিন কাটছে খেয়ে না খেয়ে। এমন অবস্থায় চরম হতাশায় দিন পার করছেন পরিবহন শ্রমিকরা। তাই স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর দাবিতে আজ শ্রমিকরা রাজপথে নেমে বিক্ষোভ করতে বাধ্য হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: