রাজশাহীতে বই বিতরণ শুরু

বিভিন্ন স্কুলে পৌছেনি শতভাগ নতুন বই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জানুয়ারী ২০২২ ০৫:৪৩; আপডেট: ২ জানুয়ারী ২০২২ ০৫:৪৪

ফাইল ছবি

রাজশাহীতে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়েছে। নতুন বই পাবে রাজশাহী জেলায় ৫ লাখ ২০ হাজার ৫১৮ শিক্ষার্থী। তবে প্রথম পর্যায়ে মোট শিক্ষার্থীর মধ্যে ৩ লাখ ২০ হাজার শিক্ষার্থী পাচ্ছেন ৬১ লাখ ১৬ হাজার ২৬৮টি নতুন বই। শনিবার সকাল ১০ টা থেকে বই বিতরণ শুরু হয়। পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে ১২ জানুয়ারী পর্যন্ত ।

তথ্য সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় মাধ্যমিক পর্যায়ের ৬০ শতাংশ বই এসেছে। এখনও বাকি ৪০ শতাংশ বই। এছাড়া প্রাথমিক পর্যায়ের কিছু বই আসতে বাকি আছে। করোনাকালে ‘বই উৎসব’ না হলেও স্কুলে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। শনিবার সকাল থেকে রাজশাহীর স্কুলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই।

রাজশাহী জেলায় এবার প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ২০ হাজার ৫১৮ জন। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থী ২ লাখ ৮৬ হাজার ৬১২ জন। মাধ্যমিকের শিক্ষার্থী ১ লাখ ৮৬ হাজার জন। এছাড়া ৪৭ হাজার ৯০৬ জন প্রাক-প্রাথমিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে জেলায় মোট শিক্ষাপ্রতিষ্ঠান ১ হাজার ৯৪৫। এরমধ্যে ১ হাজার ৫৭টি সরকারি, বাকিগুলো বেসরকারি। প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের দেওয়া হবে একটি করে বই। মোট বইয়ের চাহিদা ১৩ লাখ ৬৭ হাজার ৮৬২টি। চাহিদার ৮৪ শতাংশ বই পাওয়া গেছে। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ৫৪৭টি। বইয়ের চাহিদা ৪৮ লাখ ৭১ হাজারটি। এরমধ্যে ৫০ শতাংশ বই রাজশাহীতে এসেছে। সেগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

সব বই আসেনি রাজশাহীতে
এদিকে শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ শুরু হলেও এখনও সকল বই আসেনি রাজশাহীতে। তবে সংশ্লিষ্টরা বলেন- ১২ জানুয়ারি পর্যন্ত বই বিতরণে ঘোষণা দিয়েছে। সেই সময়ের মধ্যে বই চলে আসবে। তাতে নির্ধারিত সময়ের মধ্যেই নতুন বই পাবে সব শিক্ষার্থী। জানা গেছে, রাজশাহী জেলায় মাধ্যমিক পর্যায়ের ৬০ শতাংশ বই এসেছে। এখনও বাকি ৪০ শতাংশ বই। এছাড়া প্রাথমিক পর্যায়ের কিছু বই আসতে বাকি আছে।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, কিছু উপজেলায় এখনও শতভাগ বই আসেনি। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সব বই এসেছে। বাকি রয়েছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির অল্প বই। বইগুলো পথে আছে দুই দিনের মধ্যেই চলে আসবে।

উল্লেখ্য, প্রাথমিক পর্যায়ে ২ লাখ ৮৬ হাজার ৬১২ শিক্ষার্থী ১৩ লাখ ৬৭ হাজার ৮৬২টি নতুন বই পাবে। এছাড়া মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৮৬ হাজার শিক্ষার্থী পাবেন প্রায় ৪৭ লাখ নতুন বই।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top