রাজশাহীতে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার ২১

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৪৮; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০২:১৪

ছবি: প্রতীকী

মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদক সহ আটক করা হয় ০৯ জনকে।

রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ৩ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন ও দামকুড়া থানা ১ জনকে আটক করে।

যার মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ০৯ জন মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামীদের কাছে ১১০ গ্রাম গাঁজা, ৩৮ গ্রাম হেরোইন ও ২১ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top