রাজশাহীতে বিধিনিষেধ শিথিল

রাজ টাইমস | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ০৭:০৮; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০২:০৪

ছবি: প্রতীকী

করোনাভাইরাসের উদ্বেগজনক সংক্রমণের কারণে রাজশাহী জেলায় রাতে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

রোববার জেলা প্রশাসক আবদুল জলিলের সাক্ষরে জারিকৃত গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এ আদেশ সোমবার থেকে কার্যকর হবে।

এর আগে গত ২৮ জানুয়ারি এক গণবিজ্ঞপ্তিতে রাত ৮টার পর সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিং মল বন্ধের নির্দেশনা দেওয়া হয়। সে সময় জেলায় করোনা সংক্রমণের হার ৭৫ শতাংশে উঠেছিল। সেই সংক্রমণ এখন কমে ১০-১২ শতাংশে নেমেছে।

সংক্রমণের হার এখন নিম্নমুখী হওয়ায় দু’সপ্তাহ পর রাতের বিধিনিষেধ সাময়িকভাবে স্থগিত করা হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top