হতাহতের শঙ্কা
রাজশাহীতে দেয়াল ধ্বসে নিখোঁজ ৪
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ মার্চ ২০২২ ০৩:১৭; আপডেট: ১৩ মার্চ ২০২২ ১৮:০৫

রাজশাহী নগরীর ছোটবনগ্রাম বিমানচত্তর এলাকায় একটি বাড়ির দেয়াল চাপা পড়ে ৫ জন শ্রমিক আহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও চার জন। আহত পাঁচজনকে উদ্ধার করে আশংকা জনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বেলা ৩টার পরে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী সিটি কর্পোরেশনের রাস্তার ধারের একটি ড্রেনের কাজ করার সময় হঠাৎ দেয়ালটি ধ্বসে পড়ে। স্থানীয়রা জানান সেখানে নয়জন শ্রমিক কাজ করছিল। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তিনটি টিম সেখানে উদ্ধার কাজ করছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, পুলিশের কর্মকর্তারা সেখানে রয়েছেন। পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর খবর পাওয়া গেছে। বেলা ৪টা দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে উদ্ধার অভিযান চলছে।
আপনার মূল্যবান মতামত দিন: