পেঁয়াজের ঝাঁঝে অতিষ্ঠ ক্রেতারা, দাম বেড়ে সেঞ্চুরির পাঁয়তারা

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৬; আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ২০:১১

ছবি: সংগৃহীত

সপ্তাহ ব্যবধানে আবারও দাম বেড়ে ১০০ ছুঁই ছুঁই করছে পেঁয়াজ। আমদানি ঘাটতির অজুহাত ব্যবসায়ীদের। কেজিতে এক থেকে দেড়শ টাকা বেড়েছে দেশি সবধরনের মাছের দাম। বেড়েছে মুরগির দামও। সবজির দাম কিছুটা কমতির দিকে।

পেঁয়াজের ঝাঁঝে মাঝে মাঝেই অতিষ্ঠ ক্রেতারা। চাহিদার চেয়ে বেশি উৎপাদনের পরও নানা কারণে টান পড়ছে পণ্যটির। তা সামলাতে পাশ্ববর্তী দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। কদিনের বাড়তি দামের মধ্যে আবারও বেড়েছে এ নিত্যপণ্যটির দাম। আড়ৎদারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তুলছেন খুচরা ব্যবসায়ীরা।

বাজারে শীতের সবজির আমদানি প্রচুর। দামও কিছুটা কমছে। তবে, মৌসুম অনুযায়ী কমেনি- বলছেন ক্রেতারা।

অস্বস্তি লেগেই আছে মাছের দামে। দেশি মাছের সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের।

কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার ১৯০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৯০ টাকায়।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top