ডিজেল-কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম কমালো সরকার

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৭ মার্চ ২০২৪ ১৮:৫৮; আপডেট: ৩ মে ২০২৪ ১৮:৩৮

ছবি: সংগৃহীত

আগের দিনের ঘোষণা অনুযায়ী জ্বালানি তেলের দাম কমালো সরকার। ডিজেল-কেরোসিন-পেট্রোল ও অকটেনের প্রতি লিটারে আলাদা আলাদা মূল্য কমিয়েছে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (৭ মার্চ) নতুন মূল্যের প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিন প্রতি লিটর ১০৮ টাকা, পেট্রোল ১২২ টাকা ও অকটেনের দাম ১২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ছিল ১০৯ টাকা। অকটেন ছিল ১৩০ টাকা এবং পেট্রোলের লিটার ছিল ১২৫ টাকা।

প্রজ্ঞাপন অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ৭৫ পয়সা, অকটেনে ৪ টাকা ও পেট্রোলে ৩ টাকা কমেছে।

এর আগে গতকাল বুধবার (৬ মার্চ) চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিভিন্ন চলমান প্রকল্প পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, “আমরা সাশ্রয়ী মূল্যে রিলায়েবল জ্বালানি দিতে চাই। বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে একই কথা। আগামীকাল থেকে বাংলাদেশের জ্বালানি তেলের দামে বিরাট পরিবর্তন আসতে যাচ্ছে।”

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের নির্দেশিকা প্রকাশ করে মন্ত্রণালয়। সেখানে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহৃত হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাস দ্রব্য হিসেবে সবসময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রোলের দাম বেশি রাখা হয়।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top