এক সপ্তাহে রিজার্ভ কমেছে ১১৫ কোটি ডলার

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪ ২৩:৩৮; আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ০৩:৪৯

- ছবি - ইন্টারনেট

গত এক সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১১৫ কোটি বা ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার কমে গিয়েছে। গত ৬ মার্চ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী (বিপিএম ৬) দেশের গ্রস রিজার্ভ ছিল ২১ দশমিক ১৫ বিলিয়ন ডলার।

বর্তমানে রিজার্ভের পরিমাণ ১৯ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভের এ হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বাণিজ্যিক ব্যাংকগুলোর সঙ্গে সোয়াপ পদ্ধতি চালু করার পর রিজার্ভের পরিমাণ কিছুটা বেড়েছিল। কিন্তু জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের মাধ্যমে নিষ্পত্তি হওয়া আমদানি দায় পরিশোধের পর রিজার্ভ এতটা কমে গিয়েছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top