৩০০ টাকা নিয়ে উদ্যোগ শুরু

আব্দুর রাজ্জাক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১ ০১:৪৬; আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ০১:৫৭

 

সাগর সরকার, বংশ পরম্পরায় তারা ব্যবসায়ী। তাদের পরিবারের মুদি দোকান আছে। সাগর নিজে কিছু করতে চাই, নিজ পরিচয়ে পরিচিত হতে চাই। সেই থেকেই ফেসবুককে কাজে লাগিয়ে শুরু করেছে নিজের উদ্যোগ। রাজটাইমসের সাথে আলাপে ফুঁটে উঠেছে সাগরের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প। গল্প বুনেছেন আব্দুর রাজ্জাক।

রাজ টাইমস: ব্যবসার শুরুর দিকের গল্পটা যদি বলতেন?

সাগর সরকার: সকলে চাকরি করে কিন্তু আমি নিজে কিছু করতে চাই। অন্যের জন্য কিছু করতে চাই। এই চিন্তা থেকে আমি আমার ফেসবুক এবং আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের মাধ্যমে ৩০০ টাকা নিয়ে আমার উদ্যোগ শুরু করি।

রাজ টাইমস: কোন ধরনের পণ্য নিয়ে কাজ করছেন?

সাগর সরকার: আমি প্রথমে পাঁপড় নিয়ে আমার উদ্যোগটা শুরু করি। এখন আমি হেয়ার অয়েল, ড্রাই নারিকেল, মেথির পাউডার নিয়েও কাজ করছি।

রাজ টাইমস: কোন ধরনের চিন্তা ভাবনা থেকে পাঁপড় নিয়ে কাজ করার পরিকল্পনা করলেন?

সাগর সরকার: আমাদের সকলের অনেক পছন্দ পাঁপড়। সকল বয়সের মানুষ এটা পছন্দ করে কিন্তু প্রকৃত স্বাদের পাঁপড় খেতে পাই না। এই চিন্তা থেকে এই পাঁপড় নিয়ে কাজ শুরু করা।

রাজ টাইমস: ব্যবসার শুরুটা কি অনলাইনেই, নাকি অন্য কোনো উপায়ে ছিল?

সাগর সরকার: আমার উদ্দ্যোগটা অনলাইলে এফ কমার্সের মাধ্যমে শুরু হয়েছিল কিন্তু এখন অফলাইনে বেশি বিক্রি হয়। একবার অনলাইলে নিলে নিজে থেকে ফোন দিয়ে যোগাযোগের মাধ্যমে ক্রয় করে।

রাজ টাইমস: কাজ করতে গিয়ে কখনো সমস্যার সম্মুখীন হয়েছেন?

সাগর সরকার: হ্যাঁ। আমার উদ্দ্যোগের প্রধান সমস্যা ডেলিভারি দেয়া। যাদের মাধ্যমে ডেলিভারি করাই তারা সময়মত ডেলিভারি দিতে পারে না। পেমেন্ট অনেক দেরিতে করে।

রাজ টাইমস: নতুন উদ্যোক্তারা এই ধরণের ব্যবসায় আসতে চাইলে তাদের জন্য আপনার পরামর্শ কী?

সাগর সরকার: উদ্যোক্তাকে পেশা হিসাবে নিতে হলে ধৈর্য ধরে লেগে থাকতে হবে। হতাশ হওয়া যাবে না, পরিশ্রম করে যেতে হবে। ক্রেতার চাহিদাকে প্রাধান্য দিয়ে পণ্যের গুণগত মান ঠিক রেখে এগিয়ে যেতে হবে।

রাজ টাইমস: উদ্যোক্তা জীবন সফল হতে কাদের ভূমিকা বেশি ছিল?

সাগর সরকার: আমার উদ্যোগ নেয়ার পিছনে পরিবারের সকলের ভুমিকা রয়েছে, সাথে সাথে আমাদের রাজশাহীর উদ্যোক্তা গ্রুপটা সহযোগী হিসাবে কাজ করেছে।

রাজ টাইমস: বর্তমান প্রেক্ষাপটে আপনার ব্যবসা নিয়ে পরিকল্পনা কী?

সাগর সরকার: আমরা সকলে এখন ঘরে বসে ভাল জিনিসটা পেতে চাই। তাই আমি আমার পাঁপড়ের মান ভাল রেখে সকলের কাছে পৌঁছিয়ে দিতে চাই। ভাল পাঁপড়ের স্বাদ সকলকে দিতে চাই।

রাজ টাইমস: উদ্যোক্তা জীবনের শুরু কতদিন ধরে এবং রেভিনিউ কেমন?

সাগর সরকার: আমি পাঁপড় নিয়ে কাজ করছি ১ বছর ধরে। ৩০০ টাকা নিয়ে শুরু করে এখন আমার লাভ ৫০ হাজার টাকা।

রাজ টাইমস: আপনার ভবিষ্যৎ পরিকল্পরা নিয়ে জানতে চাই

সাগর সরকার: আমার স্বপ্ন, আমি একদিন এই পাঁপড়ের কারখানা করব রাজশাহী শহরে। আমার পাঁপড়ের স্বাদ সকলের মুখে লেগে থাকবে।

রাজ টাইমস২৪: মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

সাগর সরকার: রাজ টাইমসকেও অনেক ধন্যবাদ।

 

এনএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top