তেহরান ও রিয়াদে পুনরায় দূতাবাস স্থাপনের জন্য ইরানের অভিনন্দন

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ জুন ২০২২ ০৫:২৯; আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ০৪:১৭

ছবি: প্রতীকী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমীর আব্দুল্লাহিয়ান রোবার বলেছেন, তেহরান ও রিয়াদে পুনরায় সৌদি আরব ও ইরান দূতাবাস স্থাপন করায় অভিনন্দন জানিয়েছে ইরান।

সফররত ইরাকী প্রধানমন্ত্রী মুস্তফা আল- কাদিমির সঙ্গে বৈঠককালে আব্দুল্লাহিয়ান বলেন, ইরান কেবল আঞ্চলিক স্বার্থগুলোকে এগিয়ে নিতে আগ্রহী। ইরানী পররাষ্ট্রমন্ত্রনালয়ের ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া একথা জানায়।

আঞ্চলিক দেশগুলোর মধ্যে সংলাপের প্রচেষ্টা চালানো এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশেষ করে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করনে গঠনমূলক ভূমিকা পালনের জন্য তিনি ইরাক সরকারের প্রশংসা করেন।

এসময় ইরাকের প্রধানমন্ত্রীও আঞ্চলিক উন্নয়নে ইরানের গুরুত্বপূর্ণ অবস্থান ও ভূমিকার কথা উল্লেখ করে বলেন, তার দেশ ইরানের সঙ্গে সম্পর্ক উন্ন্য়নে আন্তরিক।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top