ব্রিটেনে বাংলাদেশিসহ ৩৯ লাখ কর্মজীবী বর্ণবাদের শিকার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২ ০৬:৫২; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ২০:৫১

ব্রিটিশ বাংলাদেশি,বাংলাদেশিসহ মোট জনসংখ্যার অর্ধেকের বেশি অশ্বেতাঙ্গ গত পাঁচ বছরে ব্রিটেনের কর্মক্ষেত্রে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। ২৪ থেকে ৩৪ বছর বয়সী তরুণ কর্মজীবীদের নিয়ে পরিচালিত এক গবেষণায় এই চিত্র উঠে এসেছে। গবেষণাটি পরিচালনা করেছে যুক্তরাজ্যের ট্রেড ইউনিয়ন কংগ্রেস (টিইউসি)। বুধবার ৩১ আগস্ট ব্রিটিশ সংবাদমাধ্যম আইনিউজ এই খবর প্রকাশ করেছে।
আইনিউজের খবরে বলা হয়েছে, শতকরা ৪১ শতাংশ বিএমই ( ব্ল্যাক এন্ড এথনিক মাইনোরিটি কমিউনিটি) কর্মজীবী শুধুমাত্র অশ্বেতাঙ্গ হবার কারণে কর্মক্ষেত্রে বর্ণবাদী আচরনের শিকার হয়েছেন। ব্রিটেনের প্রায় ৩৯ লাখ মানুষ নোংরা কৌতুক এবং বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন। এদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।
এই গবেষণার প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ব্রিটিশ ট্রেড ইউনিয়নগুলো বলছে, কর্মক্ষেত্রে বর্ণবাদী আচরণ নিয়ন্ত্রণে এমপ্লয়মেন্ট আইনের সংশোধন প্রয়োজন।
লন্ডনের নিউহাম কাউন্সিলের দুইবারের নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলার মুজিবুর রহমান জসিম এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বুধবার বাংলা ট্রিবিউনকে বলেন, ব্রিটেনে প্রাতিষ্ঠানিক বর্ণবাদের প্রবণতা কর্মীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির বড় কারণ। এ নেতিবাচকতা ঠেকাতে আইনের পাশাপাশি চাকুরিদাতাদের মানসিকতারও পরিবর্তন প্রয়োজন।
আপনার মূল্যবান মতামত দিন: