জাপান, দ. কোরিয়া ও মঙ্গোলিয়ায় সফর

এশিয়া সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৮; আপডেট: ১ অক্টোবর ২০২০ ০২:৩৯

ফাইল ছবি

কয়েকটি দেশে সফরকে সামনে রেখে এশিয়ায় আসতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। পম্পেও আগামী সপ্তাহে জাপান, দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়া সফর করবেন।

এশিয়ায় মার্কিন এই মন্ত্রীর সফরের পেছনে উদ্দেশ্য মূলতঃ চীন ও উত্তর কোরিয়া নিয়ে আলোচনা করা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছে।

জাপানে নতুন সরকার ক্ষমতায় আসার পর পম্পেওই প্রথম মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি দেশটিতে সফরে যাচ্ছেন। গত ১৬ সেপ্টেম্বর জাপানের প্রধানমন্ত্রী হিসিবে ইশিহিডি সোগার ক্ষমতা গ্রহণ করেন।

মার্কিন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পম্পেওর আগামী ৬ অক্টোবর জাপান সফরকালে তিনি অস্টেলিয়া, ভারত ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনকে মোকাবেলায় এ অঞ্চলের বড়ো গণতান্ত্রিক দেশগুলোর সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করবেন।

জাপান সফর শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উড়ে যাবেন দক্ষিণ কোরিয়ায়। সেখানে তিনি উত্তর কোরিয়া নিয়ে আলোচনা করবেন।

২০১৬ সালের পর প্রথম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আগামী ৭ অক্টোবর মঙ্গোলিয়া যাবেন পম্পেও।

পম্পেও ইতিমধ্যে ইউরোপের দেশ গ্রিস, ইতালি ও ক্রোয়েশিয়া সফর করেছেন। খবর-যুগান্তর

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top