পশ্চিমবঙ্গে সিএএ হবে না: মমতা

রাজটাইমস ডেস্ক:  | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২ ০৩:৫৪; আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

বরাবরই ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ২০১৯-এর বিরোধিতা করে আসছে পশ্চিমবঙ্গ সরকার। অতীতেও একাধিকবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ইস্যুতে কেন্দ্র সরকারের সমালোচনা করেছেন। এবার ফের সিএএ বিরোধিতায় কথা বললেন তিনি।

নির্বাচনকে কেন্দ্র করে গুজরাটে বড় ঘোষণা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে গুজরাটে আসা অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে।

১৯৫৫ সালের ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসি ও খ্রিষ্টানদের এই নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘোষণার পর ফের সিএএ-বিরোধী আন্দোলন শুরু হয়েছে।

সূত্র: এনডি



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top