আয়া সুফিয়ায় মাগরিবের নামাজ দিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করবেন এরদোগান

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৩ মে ২০২৩ ২১:২৭; আপডেট: ১০ মে ২০২৪ ১১:০৫

ছবি: সংগৃহীত

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান ইস্তাম্বুলের আয়া সুফিয়া মসজিদে আজ শনিবার মাগরিবের নামাজ আদায়ের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণা শেষ করবেন। আগামীকাল রোববার দেশটিতে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০ বছর ধরে তুরস্ককে নেতৃত্ব প্রদানকারী এরদোগান আজ শনিবার বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। তিনি আজ শেষ মুহূর্তের প্রচারণায় বাহচেলিভলার এলাকায় তার সমর্থকদের সাথে সাক্ষাত করবেন। এছাড়া তিনি উমরানিয়ে, স্যানক্যঅকটেপ ও বেগ্লু জেলাতেও নাগরিকদের সাথে মিলিত হবেন।

রোববার তুরস্কের ৬১ মিলিয়ন ভোটার দেশের ১৩তম প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের ৬০০ সদস্য নির্বাচিত করবে।

তুরস্কের জন্য আয়া সুফিয়া গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক তাৎপর্য বহন করে।

এই আইকনিক মনুমেন্টটি ৯১৬ বছর চার্চ হিসেবে ছিল। তুর্কিদের ইস্তাম্বুল জয়ের পর এটি মসজিদে রূপান্তরিত হয়। ১৪৫৩ থেকে ১৯৩৪ পর্যন্ত প্রায় ৫০০ বছর এটি মসজিদ হিসেবে বহাল ছিল। কামাল আতাতুর্ক একে জাদুঘরে পরিণত করেছিলেন। এরদোগানের আমলে এটি আবার মসজিদে পরিণত হয়।

তুরস্কের অভ্যন্তরীণ ও বিদেশী উভয় ধরনের পর্যটকদের প্রধান আকর্ষণ এই মসজিদ। ১৯৮৫ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।

সূত্র : ডেইলি সাবাহ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top