মেক্সিকোতে সাংবাদিককে গুলি করে হত্যা
রাজটাইমস ডেক্স | প্রকাশিত: ১ নভেম্বর ২০২০ ১৪:২৭; আপডেট: ১৪ মার্চ ২০২৫ ০৫:২৯

মেক্সিকোর যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী সুইদাদ জুয়ারেজ এলাকায় এক মেক্সিকান সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত সাংবাদিকের নাম আর্তুরো আলবা মেদিনা (৪৯)। সন্ত্রাসপ্রবণ ওই এলাকায় মেক্সিকোন সাংবাদিককে গুলি করে হত্যার সত্যতা নিশ্চিত করেছে রাজ্য গভর্নর।
সাংবাদিক আর্তুরো আলবা হত্যার নিন্দা জানিয়ে মেক্সিকোর চিহুয়া রাজ্যের গভর্নর বলেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি পেতে হবে।
ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারের (আরএসএফ) তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী এই সাংবাদিক গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে এক অনুষ্ঠান থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে খুন হয়েছেন। টেলিভিশনে একটি অনুষ্ঠানে সঞ্চালনা করতেন তিনি।
এ নিয়ে মেক্সিকোতে চলতি বছরে মোট ছয় সাংবাদিক খুন হলেন।
এমএস ইসলাম
বিষয়: খুন
আপনার মূল্যবান মতামত দিন: