হাজারো ফিলিস্তিনি আশ্রয় নেয়া স্কুলে ইসরাইলি হামলা, বহু হতাহতের শঙ্কা
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৩ ১৮:১৪; আপডেট: ১৭ মার্চ ২০২৫ ২২:২২

অবরুদ্ধ গাজার রাজধানী গাজা সিটির দক্ষিণাংশ আল-জায়তুনে একটি স্কুলে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
এ হামলায় বিপুলসংখ্যক ফিলিস্তিনি হতাহতের আশঙ্কা করা হচ্ছে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
ইসরাইলি অব্যাহত হামলার মুখে আল-ফালাহ নামক স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন হাজারো অসহায় ফিলিস্তিনি।
অবরুদ্ধ গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্পে ইসরাইলি বিমান হামলায় ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে ইসরাইলি এ হামলায় আহত হয়েছেন আরো অনেক ফিলিস্তিনি।
খবরে প্রকাশ, জাবালিয়ার ফালুজা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় আরো তিনজন বেসামরিক লোক নিহত হয়েছে।
গাজা সিটির শেখ রাদওয়ান, তুফফাহ, শুজাইয়া, ইয়াফা স্ট্রিট এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী।
সূত্র : আলজাজিরা
আপনার মূল্যবান মতামত দিন: