যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার আর নেই

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩ ০৮:৫৮; আপডেট: ১৭ মার্চ ২০২৫ ২৩:০২

হেনরি কিসিঞ্জার। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রে তিনি ছিলেন সবচেয়ে প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী ও স্নায়ুযুদ্ধের অন্যতম রূপকার তিনি।

জার্মান কনসাল্টিং ফার্ম কিসিঞ্জার অ্যাসোসিয়েট এক বিবৃততে বলেছে, কানেকটিকাটে নিজ বাসভবনে মারা গেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে নিক্সন ও ফোর্ড প্রশাসনের তিনি শীর্ষ কূটনৈতিক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কূটনীতিতে তিনি যেমন ছিলেন তুখোড়, তবে তাকে নিয়ে বিতর্কও আছে।

তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানায়নি কিসিঞ্জার অ্যাসোসিয়েট।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top