যুক্তরাষ্ট্রের নেভাদা বিশ্ববিদ্যালয়ে হামলা, বন্দুকধারীসহ নিহত ৪
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৩ ১০:০৬; আপডেট: ১৮ মার্চ ২০২৫ ০৫:১৪
-2023-12-07-10-05-57.jpg)
যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত এক ব্যাক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর রয়টার্স।
গতকাল বুধবার (৬ ডিসেম্বর) নেভাদা বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস লাস ভেগাসে এই হতাহতের ঘটনা ঘটে।
তবে নিহত ভুক্তভোগী ও হামলাকারীর নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। নিহতরা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কিনা এ ব্যাপারেও কোনো মন্তব্য করা হয়নি। তদন্তের সাপেক্ষে নিহতদের পরিচয় গোপন রাখা হয়েছে।
লাস ভেগাস মেট্রোপলিটন বিভাগের শেরিফ কেভিন ম্যাকমাহিল জানান, বন্দুক হামলার সময় বেশ কয়েকজন অতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। তাদের বেশ কয়েকজনকে চিকিৎসা দিতে হয়েছে।
সহিংসতার কারণ বা ব্যবহৃত অস্ত্রের কোনো বিবরণও প্রকাশ করেনি পুলিশ।
লাস ভেগাস থেকে প্রায় ২ মাইল পূর্বে নেভাদা বিশ্ববিদ্যালয়ের অবস্থান। সেখানে প্রায় ২৫ হাজার স্নাতক এবং আট হাজার স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থী রয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: