হামাসের হামলায় ১৫ ইসরাইলি সেনা নিহত

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩ ২১:৩০; আপডেট: ১৩ মে ২০২৫ ১৭:৩৬

- ছবি : আনাদুলু এজেন্সি

হামাসের হামলায় ১৫ ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দলটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেড।

বুধবার (১৩ ডিসেম্বর) তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য জানানো হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

আল কাসাম ব্রিগেড জানায়, আমরা ইসরাইলের ভেতরে একটি অঞ্চলে অতর্কিত হামলা করি। এ হামলায় ১৫ ইসরাইলি সেনা নিহত হয়। আরো অনেকেই আহত হয়। এ সময় আমাদের সাথে আল কুদস ব্রিগেডও ছিল। আমরা আর্টিলারি আর আল কুদস ব্রিগেড উচ্চ-ক্যালিবার মর্টার দিয়ে ওই এলাকাটি ধ্বংস করে দেই।

এদিকে, সুড়ঙ্গে পানি ঢুকিয়েও ইসরাইলের লাভ হচ্ছে না বলে মন্তব্য করেছেন ব্রাসেলসের সামরিক ও রাজনৈতিক ঝুঁকি বিশ্লেষক এলিজাহ ম্যাগনিয়ার।

তিনি বলেন, সুড়ঙ্গে পানি ঢুকিয়েও ইসরাইলের লাভ হচ্ছে না। কারণ আমরা দেখেছি, ইসরাইল ইতোমধ্যে কয়েকটি টানেল প্লাবিত করেছে। তবুও হামাসের সামরিক কর্মক্ষমতার ওপর কোনো প্রভাব পড়েনি। বরং এখনো ইসরাইলি বাহিনীর বড় ধরণের ক্ষয়-ক্ষতি করছে দলটি।

বুধবার (১৩ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।

ম্যাগনিয়ার বলেন, ইসরাইল জানে যে এই বন্যা ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য বিপর্যয় সৃষ্টি করবে। কারণ, এতে তাদের মিষ্টি পানি দূষিত হবে। ঘরের ভিত্তিমূল দুর্বল হবে। কিন্তু এটিকে ফিলিস্তিনিরা কোনো পাত্তাই দিচ্ছে না। তাই বলতেই হয়, এই বন্যার সামরিক কোনো মূল্য নেই।

সূত্র : আল জাজিরা



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top