জ্ঞানবাপী মসজিদের নির্দিষ্ট অংশে হিন্দুদের পূজার অনুমতি দিলো আদালত

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৪ ১৯:০৬; আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১৯:২১

ছবি: সংগৃহীত

ভারতের জ্ঞানবাপী মসজিদের ভেতর একটি নির্দিষ্ট অংশে হিন্দুদের পূজা করার অনুমতি দিয়েছে বারানসী আদালত। ৭ দিনের মধ্যে জেলা প্রশাসনকে এ নিয়ে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মসজিদটির দক্ষিণ সেলারে হিন্দুরা প্রার্থনা করতে পারবেন।

আদালতের রায়ে বলা হয়েছে, পূজা করা, ভোগ দেয়া, বেসমেন্টে যে মূর্তি রয়েছে সেটা যথাযথ রাখতে হবে ও লোহার বেড়া দেয়ার ব্যবস্থা করতে হবে। এগুলো সাতদিনের মধ্যে করতে হবে। কাশী বিশ্বনাথ ট্রাস্ট বোর্ডের পুরোহিতের বিষয়গুলো দেখাশোনা করতে পারবেন।

এর আগে হিন্দু পক্ষের আইনজীবি অ্যাডভোকেট বিষ্ণু শংকর জৈন দাবি করেছিলেন, বারানসীতে জ্ঞানবাপী মসজিদ তৈরির আগে সেখানে হিন্দু মন্দির ছিল। আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট দেখিয়ে তিনি এই দাবি করেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top