রমজানের চাঁদ দেখা গেছে অস্ট্রেলিয়ায়

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১০ মার্চ ২০২৪ ১৬:২৯; আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ০৬:৪৫

ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে ওয়েশিনিয়ার দেশ অস্ট্রেলিয়ায়। আগামীকাল সোমবার (১১ মার্চ) শা'বানের শেষ দিন। ফলে মঙ্গলবার (১২ মার্চ) রমজানের প্রথম দিন হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটি।

রোববার (১০ মার্চ) অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি, ফেডারেল কাউন্সিল অফ ইমামস, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল এবং ফতোয়া ও শরিয়া আরবিট্রেশন কাউন্সিলের এ তথ্য নিশ্চিত করে।

ভৌগলিক অবস্থান এবং চাঁদ ওঠার কারণে প্রায়ই বিশ্বের প্রথম দেশ হিসেবে রোজার তারিখ ঘোষণা করে থাকে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া পূর্ব গোলার্ধে অবস্থিত এবং অন্যান্য দেশের তুলনায় সময়ের দিক দিয়ে এগিয়ে রয়েছে দেশটি। পশ্চিম গোলার্ধে যেসব দেশ রয়েছে সেগুলোর তুলনায় অস্ট্রেলিয়ায় ইসলামিক চন্দ্র মাস আগে শুরু হয়।

বিস্তারিত আসছে..




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top