গাজায় ২৩ মিলিয়ন টন ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে : জাতিসঙ্ঘ

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৪ ২১:৪০; আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ ০৫:৫২

ছবি: আল-জাজিরা

গাজায় পাঁচ মাস ধরে চলা ইসরাইলি হামলায় প্রায় ২৩ মিলিয়ন টন ধ্বংসাবশেষ তৈরি করেছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাতিসঙ্ঘের অনুমান ২৩ মিলিয়ন টন পরিমাণের এই ধ্বংসাবশেষ যার মধ্যে ছড়িয়ে রয়েছে অবিস্ফোরিত অস্ত্র এটি পরিষ্কার করতে কয়েক বছর সময় লাগবে।

জাতিসঙ্ঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় (ওসিএইচএ) খনি অ্যাকশন অংশীদারদের সাথে গাজায় অবিস্ফোরিত অস্ত্রের হুমকির মূল্যায়ন করার জন্য কাজ করছে।

এদিকে হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় উপত্যকায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩২ হাজারের কাছাকাছি। এছাড়া আরো ৭২ হাজার ৭৬০ জন আহত হয়েছে।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অন্য বছরের মতো এবার রমজান যাপনের সুযোগ নেই। কারণ, শত শত মসজিদ গুঁড়িয়ে দেয়া হয়েছে। নগর-ভবন মিসমার করা হয়েছে। তাই জীবন যাপনের অনুসঙ্গ সংকীর্ণ হয়ে এসেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, চলমান গাজা যুদ্ধে অন্তত ১২ হাজার ৩০০ শিশু মারা গেছে।

সূত্র : আল-জাজিরা



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top