ইরানে বাস দুর্ঘটনায় নিহত ১০

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০২; আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৭

ছবি: সংগৃহিত

ইরানের বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।

মঙ্গলবার বাসটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর বুশেহর থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে যাওয়ার পথে ইয়াজদ প্রদেশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৪১ জন আহত হয়েছেন। হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বাসটিতে মোট কতোজন যাত্রী ছিল তা উল্লেখ করেনি দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম। অতিরিক্ত গতির কারণে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

দুর্ঘটনায় ৬ জন ঘটনাস্থলেই নিহত হন। বাকি চারজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান।

আহত ৪১ জনের মধ্যে ৯ জনের অবস্থা সঙ্কটজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

গত কয়েক সপ্তাহে ইরানে বেশ কয়েকটি বড় ধরনের সড়ক দুর্ঘটনা হয়েছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top