ইসরায়েলি হামলা : গাজায় আরো ৪৮ ফিলিস্তিনি নিহত
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৬; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০২:১৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জন শিশুও আছে।
বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, বুধবার ইসরায়েলি হামলায় গাজায় ৪৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জন শিশু। এ নিয়ে ১১ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৩০০ ছুঁইছুঁই করছে। হামলায় নিহতদের মধ্যে সাড়ে ১৬ হাজারের মতো শিশু। এছাড়া হামলায় নিখোঁজ রয়েছেন আরো অন্তত ১০ হাজার শিশু।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এ হামলায় সব মিলিয়ে গাজার ৯৫ হাজার ৪৯৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অধিকৃত পশ্চিমতীরের রয়েছেন ৫ হাজার ৭০০ জনের বেশি।
অন্যদিকে ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৮ হাজার ৭৩০ জন।
আপনার মূল্যবান মতামত দিন: