ভারতের গুজরাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৪; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০০:১৫

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজ্যের সবরকান্থা জেলার হিম্মতনগর এলাকায় জাতীয় সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই রাজ্যের আহমেদাবাদ শহরের বাসিন্দা।
স্থানীয় পুলিশ জানিয়েছে, সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দ্রুতগামী একটি গাড়ি ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
হিম্মতনগরের ডেপুটি পুলিশ সুপার একে প্যাটেল জানান, এদিন সকালের দিকে দুর্ঘটনাটি ঘটে। উচ্চগতির কারণে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : ইউএনবি
আপনার মূল্যবান মতামত দিন: