গাজায় হামাস সরকারের প্রধানসহ ৩ সিনিয়র নেতা নিহতের দাবি ইসরাইলের

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৪ ২১:০৩; আপডেট: ৩ অক্টোবর ২০২৪ ২১:০৫

ছবি: সংগৃহিত

প্রায় এক বছর যাবত ফিলিস্তিনের বিরুদ্ধে লড়াইরত ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার বলেছে, তিন মাস আগে এক হামলায় গাজায় হামাস সরকারের প্রধানসহ তিন সিনিয়র নেতা নিহত হয়েছে।

জেরুসালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, সামরিক বাহিনী বলেছে, হামলায় গাজা উপত্যকায় হামাস সরকারের প্রধান রাউহি মুশতাহা, হামাসের রাজনৈতিক ব্যুরোর নিরাপত্তা প্রধান সামেহ আল-সিরাজ ও কমান্ডার সামি ওদেহ নিহত হয়েছেন।

সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘মুশতাহা হামাসের সবচেয়ে সিনিয়র অপারেটিভদের একজন। তিনি হামাসের বাহিনী মোতায়েন সংক্রান্ত সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করতেন।

সূত্র : বাসস



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top