গাজায় নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়াল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪ ১২:৩৯; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০০:১৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরো ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৪২ হাজার।
বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় পরিবারগুলোর ওপর আরো তিনটি গণহত্যা চালিয়েছে। এতে করে গত ২৪ ঘণ্টায় ৪৫ জন নিহত এবং আরো ১৩০ জন আহত হয়েছেন। এতে গত বছরের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ৪২ হাজার ১০ এ পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে ৯৭ হাজার ৭২০ এ পৌঁছেছে।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
আপনার মূল্যবান মতামত দিন: