গাজায় আরো ২৯ ফিলিস্তিনি নিহত
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৪ ১১:২২; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১৯:৪৯

গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা চলছেই। সেখানে গত ২৪ ঘণ্টায় আরো ২৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় ৪২ হাজার ৪৩৮ জনে পৌঁছেছে।
এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরো ৯৯ হাজারের বেশি ফিলিস্তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরো ২৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৪৩৮ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরো অন্তত ৯৯ হাজার ২৪৬ জন ব্যক্তিও আহত হয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: