গাজায় একদিনে আরো ৮৭ ফিলিস্তিনি নিহত

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৪ ১৩:৪৬; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০২:১০

ছবি: ফাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দখলদার দেশটির বর্বর হামলায় আরো ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। খবর আলজাজিরার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান হামলায় আরো ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৬০৩ জনে পৌঁছেছে। আর আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ৭৯৫ জনে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, তারা উদ্বিগ্ন ইসরায়েল মৃত্যু ও বাস্তুচ্যুতির মাধ্যমে গাজার উত্তরাঞ্চলীয় গভর্নরে ফিলিস্তিনি জনসংখ্যার ধ্বংসের কারণ হতে পারে। বিশেষ করে জাবালিয়া, বেইত হানুন এবং বেইট লাহিয়ার জনগণের জন্য উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সেখানে ইসরায়েলি হামলার পর ৮৭ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top