ইসরায়েলি বর্বরতা : গাজায় আরো ৭৭ ফিলিস্তিনি নিহত
রাজ টাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪ ১০:২৪; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ০১:০০

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলের হামলায় গত ৪৮ ঘণ্টায় আরো ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো ২৮৯ জন।
এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৯২৪ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের ৭ অক্টোবর থেকে চলা এই হামলায় আরো অন্তত এক লাখ ৮৩৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৭৭ জন নিহত এবং আরো ২৮৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
আপনার মূল্যবান মতামত দিন: