গাজায় যুদ্ধবিরতির মিসরীয় প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪ ২২:৫৬; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১২:১৪

গাজায় যুদ্ধবিরতির মিসরীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মন্ত্রী পরিষদের অধিকাংশ সদস্যদের সমর্থন সত্ত্বেও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি।
আনাদোলু এজেন্সি জানিয়েছে, মিসরীয় প্রস্তাবের পক্ষে বেশিরভাগ ইসরাইলি মন্ত্রীদের সমর্থন ছিল। কিন্তু নেতানিয়াহুর বিরোধিতার কারণে তেল আবিব চুক্তিটি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে। নেতানিয়াহু জোর দিয়ে বলেছিলেন যে ‘আলোচনা কেবল আগুনের নিচেই হবে।’
ইসরাইলি গণমাধ্যমে বলা হয়েছে, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি রোববার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করেছেন।
রাজধানী কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবোউনের সাথে যৌথ সংবাদ সম্মেলনে সিসি বলেন, আমরা গাজা উপত্যকায় কয়েকজন ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে চার ইসরাইলি বন্দীকে মুক্তির প্রস্তাব দিয়েছি। সেজন্য দু’দিনের যুদ্ধবিরতির প্রস্তাবও করেছিলাম। তারপর যুদ্ধবিরতিকে স্থায়ী যুদ্ধবিরতিতে পরিণত করার জন্য ১০ দিনের মধ্যে আলোচনা হবে।
উল্লেখ্য, চলমান যুদ্ধে গাজায় ইসরাইলি সামরিক হামলায় কমপক্ষে ৪৩ হাজার ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ১ লাখ ১ হাজার ১১০ জন আহত হয়েছে। এর মধ্যে গত ৪৮ ঘণ্টায় অন্তত ৯৬ ফিলিস্তিনি নিহত এবং ২৭৭ জন আহত হয়েছে।
সূত্র : মেহের নিউজ এজেন্সি
আপনার মূল্যবান মতামত দিন: