জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে নিষিদ্ধ করলো ইসরাইল

রাজ টাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪ ১৬:৩১; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১২:১৩

ছবি সংগৃহিত

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস করেছে ইসরাইল। এরফলে ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা শহরগুলোতে কার্যক্রম চালাতে পারবে না জাতিসংঘের সংস্থাটি।

এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসবিচ আন্তেনিও গুতেরেস।

সংস্থাটি মহাসচিব বলেন, এই নিষেধাজ্ঞার ফলে ফিলিস্তিনিদের জীবনে ভয়াবহ মানবিক সংকট তৈরি হবে। ইসরাইলের নিষেধাজ্ঞার বিরোধীতা করে নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে, স্লোভেনিয়া ও স্পেন।

ইসরাইলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৪৩ হাজার। এরমধ্যে উত্তর গাজায় গেলো ২৫ দিনের হামলায় অন্তত এক হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। নিহত এসব ফিলিস্তিনির বেশির ভাগ নারী ও শিশু।

ইসরাইলি বাহিনীর হামলায় অঞ্চলটিতে এক লাখের বেশি মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে। ত্রাণসহ সব ধরনের সহযোগিতা বন্ধ আছে জাবালিয়া, বেইত হানুন ও বেইত লাহিয়ার মতো শহরে।

চলমান আগ্রাসনের মধ্যে কামাল আদওয়ান হাসপাতাল থেকে ১০০ সন্দেহভাজন হামাস যোদ্ধাকে গ্রেফতারের দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী। তবে ইসরাইলের এই দাবিকে অস্বীকার করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। ২৪ ঘণ্টায় দেশটির পূর্বাঞ্চলে হত্যা করেছে কমপক্ষে ৬০ জনকে। দক্ষিণের টায়ার শহরে প্রাণ হারিয়েছে আরো সাত লেবানন বাসিন্দা। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ইসরাইলের হাইফা শহরে ড্রোন ও রকেট হামলা অব্যাহত রেখেছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top