গাজা যুদ্ধের ‘অবসান হওয়া উচিত’ : বাইডেন
রাজ টাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪ ১৬:৪৫; আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ ১১:৫৯

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার বলেছেন, গাজায় ইসরাইলের যুদ্ধের ‘অবসান হওয়া উচিত’।
বাইডেন জানান, মিসর দু’দিনের যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপনের পর তিনি যুদ্ধবিরতির জন্য নতুন করে প্রচেষ্টা চালাচ্ছেন।
বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দেয়ার পর সাংবাদিকদের বলেন, ‘আমাদের সকলের এই যুদ্ধবিরতি দরকার। এই যুদ্ধের অবসান হওয়া উচিত।’
তিনি জোর দিয়ে বলেন, ‘এটি শেষ হওয়া উচিত, এটি শেষ হওয়া উচিত, এটি শেষ হওয়া উচিত।’
বাইডেন আরো বলেন, তিনি এখান (মধ্যপ্রাচ্য) থেকে বেরিয়ে একটি নিরাপদ পরিস্থিতিতে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
সূত্র : এএফপি/বাসস
আপনার মূল্যবান মতামত দিন: