স্যাটেলাইট ধ্বংস করার নতুন অস্ত্র বানাল চীন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪ ০৮:৫৫; আপডেট: ২ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৭

ছবি: সংগৃহিত

রশ্মি দিয়ে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম অস্ত্র তৈরির দাবি করেছেন চীনের একদল বিজ্ঞানী।

তাদের তৈরি এই অস্ত্র দিয়ে মাইক্রোওয়েভ বিকিরণের মাধ্যমে একক শক্তিশালী রশ্মি একত্রিত করে পৃথিবীর কক্ষপথে থাকা শত্রুদের স্যাটেলাইট বা উপগ্রহ ধ্বংস করা যাবে বলে দাবি করা হচ্ছে।

চীনের বিজ্ঞানীদের দাবি, এই অস্ত্র মাইক্রোওয়েভ বিকিরণের শক্তি সমন্বয় করে শত্রু স্যাটেলাইট নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট শক্তিশালী। অস্ত্রটিতে সাতটি মাইক্রোওয়েভ ফায়ারিং যন্ত্র যুক্ত করা রয়েছে। সাধারণত বেশির ভাগ মাইক্রোওয়েভ অস্ত্র শক্তির সীমাবদ্ধতার কারণে তেমন শক্তিশালী হয় না।

তবে একমাত্রার স্পন্দন যখন একাধিক যন্ত্রে কাজ করে, তখন সেই শক্তি দূরে থাকা স্যাটেলাইট ধ্বংস করার জন্য যথেষ্ট। এরই মধ্যে পরীক্ষাগারে অস্ত্রটির কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে।

মাইক্রোওয়েভ বিকিরণের মাধ্যমে স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম অস্ত্রটি মহাকাশে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। অস্ত্রটি শত্রুর যোগাযোগ বা জিপিএস স্যাটেলাইটে বিপর্যয় ঘটাতে পারে। এই অস্ত্র পৃথিবীর কাছাকাছি কক্ষপথে থাকা স্যাটেলাইটের ক্ষতি করতে যথেষ্ট।

চীনের ইলেকট্রনিকস টেকনোলজি গ্রুপ করপোরেশনের অধীন জিয়ান নেভিগেশন টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট এ অস্ত্র তৈরি করেছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top