হামলায় ১০০ ইসরাইলি সেনা নিহত, আহত ১ হাজার : দাবি হিজবুল্লাহর

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪ ২০:২০; আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৭:২২

ছবি: সংগৃহিত

ইসরাইলের ১০০ সৈন্য হত্যার দাবি করেছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। তারা জানিয়েছে, ইসরাইলের একটি স্থল হামলা প্রতিরোধ করার সময় এসব সৈন্য নিহত হয়। ১০০ ইসরাইলি সৈন্য নিহত হওয়া ছাড়াও আরো হাজারখানেক আহত হয় বলে দাবি করা হয়েছে বলে হিজবুল্লাহর পক্ষ থেকে।

মঙ্গলবার হিজবুল্লাহর গণমাধ্যমে প্রকাশিত পৃথক বিবৃতিতে প্রতিরোধ গোষ্ঠী বলেছে, তাদের যোদ্ধারা ফিলিস্তিনের কয়েকটি অঞ্চলে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে জাবাল আমিল অঞ্চলের আল-মালকিয়া গ্রামসহ উত্তর ইসরাইলি-অধিকৃত বসতিগুলোকে লক্ষ্য করে ভারী রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহর অপারেশন রুমও ঘোষণা করেছে যে তাদের যোদ্ধারা ‘খাইবার সিরিজ অফ অপারেশনের’ অংশ হিসেবে ৭০টি সফল মিশন পরিচালনা করেছে।

তদুপরি প্রতিরোধ গোষ্ঠীটি বলেছে, তাদের ড্রোন টাইবেরিয়াস সাবডিস্ট্রিক্টের গ্রামে একটি ইসরাইলি সামরিক ঘাঁটিতে আঘাত করেছে। এর ফলে সরকারের সামরিক বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়-ক্ষতি হয়েছে।

লেবানিজ গোষ্ঠীটি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যথাক্রমে মাওলোত-তারশিহা এবং দক্ষিণ ও উত্তর অধিকৃত ফিলিস্তিনের সাফেদ ও হাইফা শহরগুলোকে লক্ষ্যবস্তু করে।

সূত্র : ইরনা



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top