গাজায় গত ২৪ ঘণ্টায় ৭১ ফিলিস্তিনি নিহত

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪ ১৮:৪৫; আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১২:০২

ছবি: সংগৃহীত

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আরো ১৭৬ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, চলমান যুদ্ধে এই পর্যন্ত ৪৪ হাজার ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো এক লাখ চার হাজার ২৬৮ জন আহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই ৭১ নিহত এবং ১৭৬ জন আহত হয়েছে।


এদিকে, কারাগারে থেকেই ইসরাইলকে যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের এক নেতা। বুধবার (২০ নভেম্বর) জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল প্রিজন সার্ভিসেস (আইপিএস) কমিশনার কোবি ইয়াকোবি নেসেট ন্যাশনাল সিকিউরিটি কমিটিকে বলেছেন যে কারাগারে থাকা হামাসের একজন সিনিয়র কর্মকর্তা ইসরাইলি কারাগারের অভ্যন্তর থেকে আবার যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছেন।

ইয়াকোবি বলেছেন, কারাবন্দী ওই হামাস নেতা তাকে বলেছিলেন, ‘আপনি বাইরে যুদ্ধ শেষ করবেন। আমরা তো কারাগারের অভ্যন্তর থেকে তা আবার শুরু করব।’

তিনি আরো বলেছেন, ফাতাহের একজন সিনিয়র কর্মকর্তা ইয়াকোবিকে বলেছেন, ‘আমাদের স্বাধীনতা দিবসটি কারাগারের মধ্যেই হবে।’

সূত্র : আল জাজিরা ও অন্যান্য



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top