ফিলিস্তিন-লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত, নিহত অন্তত ৭১

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪ ১৩:৪৯; আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১২:১৫

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা ও লেবাননে নৃশংস হামলা চালিয়ে অন্তত ৭১ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। পাল্টা উত্তর ইসরাইলে ড্রোন ও রকেট হামলা অব্যাহত রেখেছে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধারা।

জানা যায়, গাজার নুসেইরাতে আল-ফারুক মসজিদ ও কামাল আদওয়ান হাসপাতালসহ বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়ে ৩৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এর মধ্যে বোমা হামলায় আহত হয়েছে কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়া।

এদিকে, গাজায় হত্যাযজ্ঞের পাশাপাশি উচ্ছেদ অভিযানও অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা। এক নারী জিম্মি নিহতের পর আবারও আন্দোলনে উত্তাল তেল আবিবের রাজপথ। আন্দোলনকারীদের দাবি, গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের মাধ্যমে অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে আনা হোক।

অন্যদিকে, লেবাননের রাজধানী বৈরুতে একটি আটতলা আবাসিক ভবন পুরোপুরি গুড়িয়ে দিয়েছে ইসরাইলি সেনারা। এতে অন্তত ২০ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছে। পূর্ব লেবাননে আরও ১৩ লেবানন বাসিন্দাকে হত্য করেছে ইসরাইলি বাহিনী। পাল্টা দফায় দফায় রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা। মধ্যরাত থেকে উত্তর ইসরাইলে অন্তত ৩৪টি হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top