গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪৭

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৪ ১৮:১৮; আপডেট: ২২ জানুয়ারী ২০২৫ ২৩:৪০

ছবি: সংগৃহিত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে মোট নিহত হয়েছে ৪৭ ফিলিস্তিনি। আহত হয়েছে ১০৮ জন। খবর রয়টার্স ও আলজাজিরার

গাজার কেন্দ্রস্থল নুসেইরাত শিবিরে ইসরাইলি বিমান হামলায় একটি বাড়িতে ছয়জন নিহত হয়েছেন এবং গাজা সিটির একটি বাড়িতে তিনজন নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে একটি তাঁবুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে দুই শিশু নিহত হয় এবং মিশর সীমান্তের কাছে রাফায় বিমান হামলায় আরও চারজন নিহত হয় বলে চিকিৎসকরা রয়টার্সকে জানিয়েছেন।

যুদ্ধবিরতির বিষয়ে হামাসের প্রতিনিধিদের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে কায়রো। এর মধ্যেই গাজা জুড়ে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরাইলি দখলদার বাহিনী। তারা গাজার উত্তরাঞ্চলের বাড়িঘর উড়িয়ে দিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়। আহত হয় ৪ হাজারের মতো। হামাস জিম্মি করে ২৪০ থেকে ২৫৩ ইসরাইলিকে।

হামাসের হামলার জবাবে ইসরাইল গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এখন পর্যন্ত অন্তত ৪৪ হাজার ৩৮২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ লাখ ৫ হাজার ১৪২ জন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top