বাশার আল-আসাদের বাবার সমাধিতে আগুন দিলো বিদ্রোহীরা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪ ২২:০৮; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২৩:৫০

পালিয়ে যাওয়া সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবা হাফেজ আল-আসাদের সমাধি আগুনে পুড়িয়ে দিয়েছে বিদ্রোহীরা।
বুধবার (১১ ডিসেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফরাসি বার্তাসংস্থা এএফপি।
যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এএফপিকে জানায়, বিদ্রোহীরা সমাধিস্তম্ভে আগুন লাগিয়েছে, যা আসাদ পরিবারের আলাওয়াইট সম্প্রদায়ের লাতাকিয়া অঞ্চলে অবস্থিত।
এএফপির ভিডিও ফুটেজে মাজারের বিভিন্ন অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে। এছাড়া হাফেজ আল-আসাদের সমাধি ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ইউনিফরম পরিহিত বিদ্রোহী যোদ্ধা ও তরুণদের পুড়ে যাওয়া সমাধি দেখতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এএফপি জানিয়েছে, সমাধিটি একটি বিশাল উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং এর স্থাপত্য নকশা জটিল, যার বাইরের অংশে পাথরে খোদিত অলংকরণ রয়েছে। সেখানে বাশারের ভাই বাসেলসহ আসাদ পরিবারের অন্য সদস্যদের সমাধিও রয়েছে।
দীর্ঘ স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মাদ আল-বশিরকে। তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন।
এক টেলিভিশন ভাষণে মোহাম্মাদ আল-বশির জানিয়েছেন, ১ মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর লাখ লাখ নাগরিক প্রতিবেশীগুলোতে আশ্রয় নিয়েছিল। বিশেষ করে তুরস্ক ও লেবাননে। ইউরোপের দেশগুলোতেও বিপুল সংখ্যক সিরিয়ার নাগরিক শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। দীর্ঘ গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছেন বহু মানুষ।
তবে বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার পরিস্থিতি পাল্টে যেতে শুরু করেছে। সাধারণ নাগরিকরা রাস্তায় বেরিয়ে আনন্দ-উল্লাস করছেন। আসাদ পালিয়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন।
আপনার মূল্যবান মতামত দিন: