আফগানিস্তানে মন্ত্রণালয়ে ঢুকে আত্মঘাতী বোমা হামলা, নিহত মন্ত্রী

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৪ ২২:২৪; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২৩:৪৩

ছবি: খলিল উর-রহমান হাক্কানি

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি।


তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, আত্মঘাতী হামলাকারী বুধবার (১১ ডিসেম্বর) শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানির কার্যালয়ের সামনে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই মন্ত্রীসহ তার কয়েকজন সহকর্মী নিহত হন।

তিন বছর আগে, তালেবান ক্ষমতায় যাওয়ার পর আফগানিস্তানে এটিই সবচেয়ে ভয়াবহ বোমা হামলার ঘটনা। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।

মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি ছিলেন, হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানির ভাই। মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা খলিল উর-রহমান হাক্কানি কখনোই স্বয়ংক্রিয় অস্ত্র ছাড়া বের হতেন না। তালেবানের দুই দশকব্যাপী বিদ্রোহের সবচেয়ে সহিংস আক্রমণগুলোর জন্য দায়ী এই নেটওয়ার্ক।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top