ভারতে বিজেপি-শাসিত এলাকায় মুসলিম বাড়িতে ‘বুলডোজার ধ্বংসযজ্ঞ’
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৪ ২৩:১৬; আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২৩:৪৫

‘বুলডোজার ধ্বংসযজ্ঞ’ সম্প্রতি, ভারতীয় মুসলিমদের জন্য একটি দীর্ঘস্থায়ী দুঃখ এবং ক্ষতির কারণ হয়ে উঠেছে। ভারতে ‘বুলডোজার ধ্বংসযজ্ঞ’র’ কারণে বহু মুসলিম পরিবার ইতোমধ্যে, তাদের বাড়ি হারিয়ে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।
সম্প্রতি, আল জাজিরা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, দিল্লির খারাক রিওয়ারা সাতবাড়ি এলাকায় শাহিদ মালিকের বাড়িটি ২০২২ সালের অক্টোবর মাসে ধ্বংস করা হয়। বাড়িটি মালিক ও তার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং তা ধ্বংসের পর পুড়ো পরিবার ব্যাপক দুঃখ-কষ্টের সম্মুখীন হয়। মালিকের ছেলে জিয়ান, যে হৃদরোগ নিয়ে জন্মেছিল, বাড়িটি ধ্বংস হওয়ার পর গুরুতর শ্বাসকষ্টে ভোগে। কয়েকদিন পর, সে মৃত্যুবরণ করে। মালিকের মতে, তার সন্তানের মৃত্যুর পেছনে বাড়িটির ধ্বংসই প্রধান কারণ ছিল।
গত কয়েক বছরে, ভারতীয় মুসলিমদের বাড়ি অবৈধ দখল কিংবা উন্নয়ন কর্মকাণ্ডের নামে ধ্বংস করা হয়। বিশেষ করে, বিজেপি-শাসিত রাজ্যগুলোতে এসব ধ্বংসযজ্ঞ শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে পরিচালিত হয়। এসময়, মুসলিম নেতাদের বাড়িগুলোকেই বেশিরভাগ ক্ষেত্রে টার্গেট করা হয় বলে অভিযোগ উঠেছে।
এ পরিস্থিতি দেশটির মুসলিম সম্প্রদায়ের ওপর ব্যাপকভকভাবে মানসিক চাপ সৃষ্টি করেছে। এসব ব্যাপার নিয়ে সম্প্রতি, ভারতের সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে। রায়ে বলা হয়, সরকারের অনুমতি ছাড়া কোনো বাড়ি ধ্বংস করা যাবে না। যদিও, এই রায় শুধুমাত্র শাস্তিমূলক ধ্বংসযজ্ঞের ক্ষেত্রেই প্রযোজ্য।
আপনার মূল্যবান মতামত দিন: