যাত্রীর ভিডিওতে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক মুহূর্ত

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪ ১৬:২২; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৪:৩৩

- ছবি - ইন্টারনেট

আজারবাইজানে একটি এমব্রায়ার-১৯০ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) স্থানীয় সময় উড়োজাহাজটি কাস্পিয়ান সাগরের পূর্ব তীরে মাটিতে আছড়ে পড়ার পর আগুন ধরে যায়।

ঘটনার দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যাত্রীদের তোলা একটি ভিডিওতে দেখা যায়, ভেতরে সবাই আতঙ্কিত। এক যাত্রী শেষ মুহূর্তে সৃষ্টিকর্তাকে স্মরণ করে বারবার ‘আল্লাহু আকবর’ বলতে থাকেন। আর বিমানের ক্রুরা যাত্রীদের সিটবেল্ট বাঁধতে বলছিলেন।

ফ্লাইট রুটে বিচ্যুতি ও দুর্ঘটনার কারণ

এনডিটিভির তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি স্বাভাবিক রুটের বাইরে ছিল এবং আকাশে দীর্ঘক্ষণ চক্কর মারার পর একপর্যায়ে মাটিতে বিধ্বস্ত হয়। বাকু থেকে চেচনিয়ার রাজধানী গ্রজনি যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। উড়োজাহাজে ৬৭ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। বেশিরভাগ যাত্রী আজারবাইজানের হলেও রাশিয়া, কাজাখস্তান এবং কিরগিজস্তানের যাত্রীও ছিলেন।

রয়টার্স জানিয়েছে, উড়োজাহাজে ত্রুটি ধরা পড়ার পর পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে সেটি কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরের তিন কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।

রাশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘন কুয়াশার কারণে উড়োজাহাজটির রুট পরিবর্তন করা হয়েছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পাখির সঙ্গে সংঘর্ষের পর পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। কাজাখ কর্তৃপক্ষ ও এমব্রায়ার নির্মাতা কোম্পানি যৌথভাবে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সময় লাগবে বলে জানানো হয়েছে।

কাজাখস্তানের উদ্ধারকর্মীরা জানান, উদ্ধারকাজ এখনও চলছে। আহত যাত্রীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং বিধ্বস্ত উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top